নওগাঁর মান্দায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে চারটি ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সতিহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।
এ সময় নওগাঁ জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ এবং থানা পুলিশের একটি টিমও উপস্থিত ছিলেন।
অভিযানে চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার প্রমাণ পাওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আজকের এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

