ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাহিত্যের ছোট কাগজ সতত সরাইল-২ এর প্রকাশনা অনুষ্ঠান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রিতাল সংগীতাঙ্গনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাষ্টার।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন সরাইল উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুফতী মোঃ বাকী বিল্লাহ। সতত সরাইল-২ সম্পাদনা পরিষদের সদস্য সচিব ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সতত সরাইল লিটল ম্যাগাজিনের সহযোগি সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব খান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ও শিক্ষিকা দেওয়ান রওশন আরা লাকী, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোঃ মামুন, বীরমুক্তিযোদ্ধা নান্নু মিয়া, মুফতি বাকী বিল্লাহ, রফিকুল ইসলাম, সরাইল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম মামুন, উদীচী সরাইল শাখার সভাপতি মোজাম্মেল পাঠান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবদাস সিংহ রায়, সাহিত্যিক ও সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, কবি আশেক জুনায়েদ, সমাজকর্মী রওশন আলী, এবং কবি আবুল কাশেম তালুকদার।
বক্তারা শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের প্রসারে ছোট কাগজটির ধারাবাহিক প্রকাশনা অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেন। সভায় শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

