চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা এম.এ. হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন এবং মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। সড়ক অবরোধের কারণে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এম.এ. হান্নান দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিকবার রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। এমন ত্যাগী নেতাকে উপেক্ষা করে মনোনয়ন না দেওয়া অন্যায় এবং দলের প্রতি অবমূল্যায়ন বলে তাদের দাবি।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এম.এ. হান্নানকে মনোনয়ন না দিলে ফরিদগঞ্জের বিএনপি আরও কঠোর আন্দোলনে নামবে। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় মনোনয়ন দিয়েছেন ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশীদকে।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
