কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় হঠাৎ করেই এই মিছিলটি বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মাস্ক পরে প্রায় অর্ধশত তরুণ ওই মিছিলে অংশ নেন। মিছিলে তারা ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের বেশিরভাগের মুখই মাস্কে ঢাকা ছিল, যা কারণে অংশগ্রহণকারীদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে এমন মিছিল করতে পারল?
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান মিছিলের বিষয়টি স্বীকার করে জানান, এটি ছিল ছাত্রলীগের একটি সংক্ষিপ্ত কর্মসূচি। তারা বলেন, আমরা আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করব, আজকের মিছিলটি ছিল তারই অংশ।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ছাত্রলীগের কোনো মিছিলের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
