যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুবকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় তার নাম ঘোষণা করা হয়।
টিএস আইয়ুব ইতিমধ্যেই দীর্ঘদিন এলাকার তৃণমূল রাজনীতিতে সক্রিয় এবং স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বিগত সময়ে তিনি রাজনৈতিক কারণে হামলা–মামলার শিকার হয়েছেন এবং ব্যক্তিগত সম্পদ ও ঘরবাড়ি নষ্টের সম্মুখীন হয়েছেন।
২০০৮ সালের সংসদ নির্বাচনে টিএস আইয়ুব মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে হারাতে ব্যর্থ হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও বিএনপির মনোনয়ন পান।
মনোনয়ন প্রসঙ্গে টিএস আইয়ুব বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের সেবা করতে চাই। নির্বাচনী এলাকার সব মানুষের সহযোগিতা কামনা করছি।”
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
