সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নির্বাচনী মাঠে রাজনীতি ও আইনি উত্তাপ একসঙ্গে বেড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম মানহানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম।
মামলার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির “রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড” শীর্ষক আলোচনামূলক অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম খান অধ্যাপক জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিও ক্লিপটি ভাইরাল হয়।
অধ্যাপক জাহিদুল ইসলাম দাবি করেন, উল্লেখিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, কুরুচিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য প্রচারিত হয়েছে। তিনি বলেন, মূল সাক্ষাৎকারে কোনোরকম নারীর প্রতি হক বা অনৈতিক আচরণের ইঙ্গিত ছিল না।
মামলার নথিতে বলা হয়েছে, ড. নাহরিন ইসলাম খান ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিকভাবে অপদস্থ করেছেন। মামলায় ভিডিও ক্লিপসহ প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হয়েছে এবং এটি এখন তদন্তাধীন।
অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম বলেন, “এ ধরনের মানহানির অভিযোগ শুধুমাত্র ব্যক্তিগত নয়, রাজনৈতিকভাবেও গুরুতর প্রভাব ফেলে। নির্বাচনের সময় এ ধরনের প্রচার প্রার্থীর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
উল্লেখ্য, সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত অধ্যাপক জাহিদুল ইসলাম দীর্ঘদিন জেলা জামায়াতের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। শিক্ষাগত ও সামাজিক ভূমিকা থাকায় তাকে দলটির মধ্যপন্থী ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
