লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে এক যুবক সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিএনজির মালিক মো. মনির জানান, তার খালাতো বোনকে সুজন হোসেন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি মো. মনিরের সিএনজি পুড়িয়ে দেন। আগুনে সিএনজির উপরের অংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, সুজন দীর্ঘদিন ওই তরুণীকে উত্ত্যক্ত করছিলেন। পরে বিয়ের প্রস্তাব দেন, যা পরিবার প্রত্যাখ্যান করে। ১৬ অক্টোবর তরুণী অন্যত্র বিয়ে হলে ক্ষুব্ধ হয়ে তিনি এ অগ্নিসংযোগ চালান।
মনির অভিযোগ করেন, সুজন পেট্রোল ঢেলে তার সিএনজি জ্বালিয়ে দেন। আগুন দেখে পরিবার ঘর থেকে বের হয় এবং তখন সুজন সহযোগীদের নিয়ে পালিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

