AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:১২ পিএম, ২ নভেম্বর, ২০২৫

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি

পটুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশের জেরে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউককে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান (৩০) ও ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদার (২৮)-কে বাউফল থানা পুলিশ ২০ পিচ ইয়াবাসহ আটক করে। একই সময়ে ইয়াবা ক্রেতাদের ফোন করা হলে তাদেরকেও পুলিশ আনে। অভিযোগের সঙ্গে কোনো মাদক না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতারের সংবাদ “বাউফল ফেস”সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রচারের সূত্র ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রথমে ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেয়। তারা ডিউককে তার পরিবারসহ শহর ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন; অন্যথায় পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক অহিদুজ্জামান ডিউক বলেন, “ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি এবং যেকোন সময় হামলার শিকার হতে পারি।”

বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন, “সংবাদ প্রকাশের কারণে হুমকির ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “হুমকির বিষয়টি জানা গেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!