“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকাব ২য় পর্যায় প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে অফির্সাস ক্লাবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় ব্রত নাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (যুব অনুবিভাগ) যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও প্রেসক্লাব গৌরীপুরের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি বক্তব্য রাখেন সাফা বেগম ও অনিক মিয়া। এবারের প্রশিক্ষণে মোট ৪০ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা। দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীর হাতে সনদ ও সম্মানী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা তরুণদের প্রযুক্তি দক্ষতা অর্জন ও কর্মমুখী শিক্ষায় উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

