চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলাস্থ আরাকান সড়কে প্রতিষ্ঠিত এন মোহাম্মদ গ্রুপের ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশের উপ-মহাপরিদর্শক (ইন্টেলিজেন্স) হারুন রশিদ হাজাড়ী। বিকেলে তিনি ইন্ডাস্ট্রির অভ্যন্তরে প্রতিটি বিভাগ সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ডিআইজি হারুন রশিদ হাজাড়ী এন মোহাম্মদ ইন্ডাস্ট্রিতে কর্মরত কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশে বলেন, “প্রতিষ্ঠান ভালো থাকলে কর্মচারী ও কর্মকর্তারাও ভালো থাকবে। কারও প্ররোচনায় প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করলে সেটি নিজেরই ক্ষতি ডেকে আনে। ডিল মারলে পাটকেল খেতে হয়। পরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি সাধিত হয়। তাই পরের ক্ষতির চিন্তা না করে, পরের উন্নয়নে কাজ করুন—দেখবেন আত্মউন্নয়নও হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক কষ্ট হয়। এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি গড়ে তুলে বোয়ালখালীর মানুষের ভাগ্যোন্নয়নে অবদান রেখেছে। তাই এলাকাবাসী ও শ্রমিক-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান টিকিয়ে রাখার আহ্বান জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, এএসপি আরাফাতুন নূর বাঁধন, এএসপি মো. বাঁচা মিয়া, ইন্সপেক্টর মো. সিরাদৌল্লাহ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।
এন মোহাম্মদ ইন্ডাস্ট্রির পক্ষে উপস্থিত ছিলেন সিএফও মো. ফরমাল তৈয়ব, সিবিও মোস্তাক চৌধুরী, এজিএম আবু আলম, ডিজিএম তোফায়েল আহমেদ, ডিজিএম কবির আহমেদ, ডিজিএম আতিকুর রহমান সুমন।
এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধীর বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

