লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলেকজান্ডার বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ী মো. রাসেলের লেপ-তোশক বিক্রির দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া ১৯ অক্টোবর চরআলগী ইউনিয়নের স্লুইসগেট বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ২১ অক্টোবর আলেকজান্ডার বাজারের মোহাম্মদীয়া সুপার মার্কেটেও আগুনে ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়, যাতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই আগুন লাগার খবর পান তারা। ছুটে এসে দেখেন দোকানগুলো আগুনে ভস্মীভূত। এতে সবকিছু হারিয়ে তারা হতাশ হয়ে পড়েছেন।
রামগতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার বলেন, “বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তা করে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

