কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “রাজনৈতিক ঐক্যের ফাটল ধরলে ফ্যাসিবাদ সুযোগ পাবে।” তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য সুদৃঢ় রাখা অপরিহার্য।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, “সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সকলের ঐক্য ঠিক থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব। আওয়ামী লীগ অতীতেও ঘৃণ্য কাজ করেছে, হত্যা করেছে, অত্যাচার চালিয়েছে। তারা যে কোনো মুহূর্তে ষড়যন্ত্র করতে পারে। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
তিনি এসব কথা বলেন শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে। সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. হাছিবুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আবুল হাসেম প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

