ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা, ৭ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও ৩ জন কম্পিউটার অপারেটরসহ মোট ১০ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ে পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় দিক, দায়িত্ব ও কর্তব্য, এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, “দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়’ প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে দ্রুত, স্বচ্ছ ও কম খরচে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীর সক্ষমতা বৃদ্ধি করা।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

