AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত



পীরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা, ৭ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও ৩ জন কম্পিউটার অপারেটরসহ মোট ১০ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।

সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ে পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় দিক, দায়িত্ব ও কর্তব্য, এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, “দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়’ প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে দ্রুত, স্বচ্ছ ও কম খরচে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীর সক্ষমতা বৃদ্ধি করা।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!