AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মান্দা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে শোকজ নোটিশ



দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মান্দা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে শোকজ নোটিশ

নওগাঁর মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এমদাদুল হকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ জারি করেছে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. এমদাদুল হকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ ঘটনায় উপজেলা বিএনপি মনে করছে, ইউনিয়ন পর্যায়ের একজন সভাপতি হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে উপজেলা কমিটিকে অবহিত করা প্রয়োজন ছিল। কিন্তু তিনি উপজেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদককে না জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে মনোনয়ন দাবি করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এ বিষয়ে মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, “কোনো সংগঠনকে উপেক্ষা করে এহেন বক্তব্য সংগঠনের বিভক্তি ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ। তাই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।”

এ বিষয়ে মো. এমদাদুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে শোকজ নোটিশ পাওয়ার পর তিনি তার ফেসবুক আইডিতে নোটিশের কপি ও নিজের হাতে হ্যান্ডকাপ পরা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন—
“‘মৃত্যু ছাড়া মুক্তির কোনো পথ নেই।’ এই উক্তিটি মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর-এর অন্যতম প্রধান চরিত্র ইব্রাহিম কার্দির। সো, আমরা এসব পড়াশোনা করেই জীবনযুদ্ধে নিজেকে অনুপ্রাণিত করেছি। সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, সম্প্রতি নওগাঁর বিভিন্ন উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রকাশ ও অভ্যন্তরীণ টানাপোড়েন বেড়ে চলেছে। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!