AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেনে পাথর নিক্ষেপ মামলার প্রতিবাদে মশাল মিছিল



ট্রেনে পাথর নিক্ষেপ মামলার প্রতিবাদে মশাল মিছিল

জেলার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয়মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি দূর্জয়মোড় গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের কমলপুর নিউটাউন এলাকা ঘুরে আবারও দূর্জয় পাদদেশে এসে শেষ হয়।

মিছিল শেষে মামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন ছাত্রসমাজের প্রতিনিধি নজরুল ইসলাম রাতুল, রিয়াজ উদ্দিন জিহাদ, মিরাজুল ইসলাম মুবিন, মাহবুবুল আলম দিপু, অন্তর মিয়া, তৈহিদুল ইসলাম জিহাদ ও তুহিন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, কোনো রকম হুমকি-ধামকি দিয়ে জেলার আন্দোলনকে দমন করা যাবে না। এ সময় তারা অভিযোগ করে বলেন, ঘটনার প্রকৃত তথ্য মিডিয়ায় প্রকাশ পায়নি। স্টেশন মাস্টার ও রেলওয়ে ওসির নির্দেশে ট্রেন হুইসেল দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়ে। সেই সুযোগে কিছু দুষ্কৃতকারী ট্রেনে বৃষ্টির মতো এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। প্রকৃত আন্দোলনকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত নয়। বক্তারা ট্রেন ভাঙচুরের মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এদিকে ছাত্রসমাজের মশাল মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দূর্জয়মোড় বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরাও নিয়মিত টহল অব্যাহত রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।

জানা যায়, ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে সর্বস্তরের জনগণ ব্লকেড কর্মসূচি পালন করে। সকাল ১০টা ২৫ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ননস্টপ উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটক করে আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পর আন্দোলনকারীদের পরামর্শে ট্রেনটি হুইসেল দিয়ে চলতে শুরু করলে ক্ষুব্ধ জনতা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি বগিতে ভাঙচুর ঘটে এবং সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই বিশেষ অভিযান চালিয়ে ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে তিনজন কিশোরকে গ্রেপ্তার করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!