বোয়ালখালী উপজেলা ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে আজ (২৮ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার হতদরিদ্র, অসহায় নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা। এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত মোতোয়াল্লী জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, পেশ ইমাম মাওলানা আবদুল মুত্তালিব আলকাদেরী, মাওলানা মোহাম্মদ মাহফুজ সাহেব, খাদেম মাওলানা মোহাম্মদ ইয়াকুব ও অন্যান্য ধর্মীয় নেতা ও সমাজসেবক।
এছাড়া বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় সমাজসেবকরা এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কার্যক্রমে শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ওষুধ সেবা গ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

