AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা মাতাতে আসছে ওয়ারফেজ ও এআরকে


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
০৮:১২ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

যবিপ্রবিতে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা মাতাতে আসছে ওয়ারফেজ ও এআরকে

“বহ্নিমান একাত্ব, প্রত্যয়ী অনিরুদ্ধে” — এই প্রতিপাদ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা ‘ঋদ্ধ–২০’। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঢাকার জনপ্রিয় দুই ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং ‘এআরকে’ । 

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর ২০২৫) যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এবারের কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা। ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, লাইটিং, মিউজিক নাইট এবং চমকপ্রদ আয়োজনের সমাহার।

অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ ।

পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফি বলেন, “কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা আমাদের যবিপ্রবির অন্যতম ঐতিহ্য। সাধারণ শিক্ষার্থীরাই এখানে আয়োজক হিসেবে কাজ করে, যা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। গতবার আয়োজক হিসেবে ছিলাম, এবার বিদায়ী ব্যাচের সদস্য হিসেবে বিষয়টা খুব আবেগের। আমরা চাই এই অনুষ্ঠানটা হোক আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।”

উল্লেখ্য, এবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি “ঋদ্ধ – ২০” নামে উন্মোচিত করা হয়েছে এবং গতবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি "উর্নিশ ১৯" নামে উন্মোচিত হয়েছিল।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!