নাটোরের বড়াইগ্রামের একটি গোরস্থান থেকে মাগুরা জেলার একটি ইটভাটার ম্যানেজার আব্দুল মজিদ মোল্লা (৬৩)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা সদর উপজেলার শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে।
সোমবার (২৭ অক্টোবর)সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহপাড়া গোরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, গোরস্থানের ভেতরে গেটের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পাশে কিছু টাকা পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর আইনি জটিলতা এড়াতে কেউ বা কারা লাশটি গোরস্থানে ফেলে রেখে গেছে। পরে নিহত ব্যক্তির আঙুলের ছাপ তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়।
তথ্য অনুসন্ধানে জানা যায়, নিহত আব্দুল মজিদ মোল্লা মাগুরার একটি ইটভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় চার মাস আগে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।
কীভাবে তার মৃত্যু হয়েছে এবং নাটোরের প্রত্যন্ত গ্রামের গোরস্থানে তার লাশ এল—তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

