গোপালগঞ্জে ঢাকা–খুলনা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার হরিদাসপুর ও ডুমদিয়া এলাকার মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি মোটরসাইকেল গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তবে তিনি বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

