AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে শেফালী আক্তারের হত্যার প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৩:১৭ পিএম, ২৭ অক্টোবর, ২০২৫

গৌরীপুরে শেফালী আক্তারের হত্যার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে গৃহবধূ মোছাঃ শেফালী আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় গৌরীপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, গৌরীপুর থানার এসআই ফেরদৌস শেফালীর ওপর হামলার পর সাধারণ ডায়েরি করতে উক্ত ব্যক্তির কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছিলেন। তবে গৌরীপুর থানার ওসি দিদারুল হোসেন বলেন, সাধারণ ডায়েরির জন্য টাকা গ্রহণের বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসে নি।

বক্তারা শেফালী আক্তারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলার এফআইআর থেকে জানা গেছে, শেফালী আক্তার (৩২) গৌরীপুর থানাধীন ৪নং মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ কাজল মিয়া। শেফালীর পিতা আব্দুল কদ্দুস বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে মামলা (মামলা নং-০১, তারিখ: ০২/১০/২০২৫) দায়ের করেন।

বাদীর অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা—মোঃ শাহজাহান মিয়া, মোছাঃ আম্বিয়া, মোছাঃ কবিতা আক্তার ও মোঃ রবিকুল ইসলাম—পারিবারিক বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ৯:৩০ মিনিটে শেফালীর বসতবাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তার মাথায় চাপাটি দিয়ে কুপিয়ে জখম করা হয়, হাত-পা ভেঙে ফেলা হয়, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ১০,০০০ টাকার ক্ষতি করা হয় এবং ৫০,০০০ টাকা লুট করা হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন শেফালীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হলে ১৮ দিন চিকিৎসা চলাকালীন ১৪ অক্টোবর মৃত্যু ঘটে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তরা এখনও আইনের আওতায় আসেনি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!