পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভূমিহীন কৃষকরা এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাজিরপুর ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম চালাচ্ছেন কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার। জমি খেতে দেওয়া হচ্ছে না এবং সরকার থেকে প্রাপ্ত সম্পত্তি থেকে ভূমিহীনদের সরিয়ে দেওয়ার জন্য চুক্তি করছেন তিনি।
নাজিরপুর ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, র"আমরা আমাদের জমি বুঝে নিতে চাই, কিন্তু তসলিম তালুকদারের লোকজন ভেকু নিয়ে আমাদের জমিতে কাজ করতে বাধা দিচ্ছে। পরে প্রশাসনের সহায়তায় আমরা ভেকু উদ্ধার করেছি এবং থানায় অভিযোগ দেই।"
মানববন্ধনে অংশ নেন সমিতির সহসভাপতি সেকান্দার আলী, সদস্য সাখাওয়াত রিন্টু কাজী, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল, মাসুদসহ শতাধিক ভূমিহীন কৃষক।
এ বিষয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, "সরকার কেশবপুর ইউনিয়নের চরে প্রকৃত ভূমিহীনদের জমি লিজ দিয়েছেন। নাজিরপুর এলাকার কিছু লোক সংঘবদ্ধ হয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে ওই চর দখলের চেষ্টা করছে। তারা ধারণা করছে, আমার কারণে তারা চর দখল করতে পারছে না। আমি বিষয়টি জানি না। এটি একটি সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

