বিএনপি নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আয়োজন করে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন বিএনপি, যেখানে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিলি করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এই মিছিলে সেলিমুজ্জামান সেলিম এর নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গড়ে তোলার প্রচেষ্টা করা হয়। ২০২৩ সালের জুলাইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা জাতির সামনে তুলে ধরেন।
গণমিছিলের নেতৃত্ব দেন দিগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম হিরু ও আব্দুল হক হাওলাদার। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দিগনগর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, দিগনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুবেল শেখ, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি ও শ্রমিক নেতা মেহেদী হাসান টিটো মোল্লা, শ্রমিক নেতা মাহফুজ, পলাশ, মহসিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণমিছিলটি দিগনগর ইউনিয়নের বড়ইতলা বাস্ট্যান্ড থেকে শুরু হয়ে দিগনগর বাজার ও দিগনগর হাইওয়ে দিয়ে বড়ইতলা বিএনপি অফিসে গিয়ে শেষ হয়।
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দিগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম হিরু জানান,"মুকসুদপুর কাশিয়ানীতে সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের বিশ্বাস, তিনিই মনোনয়ন পাবেন এবং প্রথমবারের মতো এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হবেন।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

