গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামের আজগার আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩) নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান। একপর্যায়ে মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে মোটর পুড়ে যায়। এতে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে ছুটে গেলে বাবা শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দীর্ঘ সময় পিতা-পুত্র বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে পুকুরপাড়ে তাদের নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি বাড়িতে আনা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, “একই পরিবারের দুই সদস্যকে হারানো অত্যন্ত বেদনাদায়ক। তারা সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।”
ঘটনার পর পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মুহূর্তে দুই প্রাণ হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পশ্চিম বাছহাটি গ্রাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

