পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির ২০২৫–২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা এ.এস.এম এনামুল হক সায়েম এবং প্রিজাইডিং কর্মকর্তা বাউফল সরকারি কলেজের প্রভাষক বাদল কুমার দাস।
এছাড়া বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা দায়িত্ব পালনে সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে সোচ্চার থাকা এবং বাউফলের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

