গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা কাচারী বাজারে নবনির্মিত মার্কেট ভবনটি এখনো চালু হয়নি উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনা ও নীতিমালা না থাকায়। তবে কবে নাগাদ ভবনটি চালু হবে, তা নিয়েও অনিশ্চয়তা বিরাজ করছে। এ অবস্থায় সরকারের বিপুল অর্থে নির্মিত এই মার্কেট ভবন চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়। কিন্তু নির্মাণ শেষ হওয়ার দুই বছর পার হলেও ভবনটি এখনো ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
অবহেলা ও অযত্নে মার্কেট ভবনটি এখন ক্রমে পরিত্যক্ত হয়ে পড়ছে। সন্ধ্যা নামলেই ভবনটি অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, রাতে ভবনের আশপাশে বখাটে ও মাদকাসক্তদের আনাগোনা বেড়ে গেছে। সেখানে মাদক সেবন, জুয়া ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয়স্থলে পরিণত হয়েছে ভবনটি।
এ ছাড়া ভবনটির রক্ষণাবেক্ষণের অভাবে চারপাশে ঝোপঝাড় গজিয়ে উঠেছে, দেয়ালের কিছু অংশে প্লাস্টার খসে পড়ছে এবং সিঁড়িসহ নিচতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত মাসে সাদুল্লাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, “মার্কেটটি দ্রুত চালুর বিষয়ে ইউএনওর সঙ্গে কথা হয়েছে। তিনি শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও আনিছুর রহমান বলেন, “মার্কেটটি চালু হলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েরই সুবিধা হতো। অথচ এতদিনেও চালু না হওয়ায় ভবনটি অকার্যকর হয়ে আছে।”
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনাজ বলেন, “মার্কেটের রুম বরাদ্দ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। নির্দেশনা পাওয়া মাত্রই আমরা মার্কেটটি চালুর উদ্যোগ নেব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

