AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


Ekushey Sangbad
এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ
০৩:৩৬ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

শাহজাদপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাদপুরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী তপন এবং সঞ্চালনা করেন পি এম পলাশ।

শাহ মখদুম বাউল একাডেমি আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়া লালন একাডেমি এবং স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী (পিপিএম), উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।

এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতশিংহ শুভ, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নজরুল ইসলাম বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় প্রথমবার জাতীয়ভাবে লালন সাঁই তিরোধান দিবস পালিত হয়। এবছর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!