সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী সেজুতি ট্রাভেলসের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, গুরুতর কয়েকজনকে সিলেট ও সুনামগঞ্জের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

