চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই আলম ও মিলন নিহত এবং ১৪ জন আহত হওয়ার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ি মোড়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কাফি, জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলী, নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ঘটনাটির পর মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত মাত্র পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থক সেলিমের সঙ্গে একই দলের এমপি পদপ্রার্থী আব্দুস সালাম তুহিনের সমর্থক মিজান গ্রুপের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৪ অক্টোবর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ ১৪ জন গুরুতর আহত হন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (১৫ অক্টোবর) সন্ধ্যায় মিলন আলী ও আলম মারা যান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

