মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া, আইসিটি কর্মকর্তা সুমন মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. নায়েব আলী বিশ্বাস, বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গনী সাঈফী, ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার ও আরজ আলী বিশ্বাস, প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তার এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন কাত্যায়নী পূজা, আড়পাড়া বাজারের যানজট নিরসন, উপজেলার বিভিন্ন বাজারে সার সংকট, এবং সামাজিক দ্বন্দ্বসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

