আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “সোনারগাঁয়ে একটি মানসম্মত ও উন্নত মানের বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষা খাতে সোনারগাঁয়ে তেমন কোনো মানসম্মত বিশ্ববিদ্যালয় নেই, তেমনি ভালো মানের হাসপাতালও নেই।”
তিনি আরও বলেন, “ভালো মানের বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার এবং যতো দপ্তরে দৌড়াতে হয়, আমি তাই করব। ইতোমধ্যে একটি ভালো মানের হাসপাতাল এবং পরবর্তীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সোনারগাঁয়ে জায়গা খোঁজা হচ্ছে।”
ড. ইকবাল বলেন, “সোনারগাঁয়ের খাল ও নদীগুলো যথাযথভাবে খনন করতে পারলে এটি একটি কৃষি-উর্বর উপজেলায় পরিণত হবে। দেশের মানুষ এবং সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের ভোটার মা-বোনদের এক নম্বর দাবি—ঘরে ঘরে বৈধ গ্যাস সংযোগের বিষয়টি আমি সংসদে প্রথমে উত্থাপন করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এবারের সংসদ নির্বাচন কোনো ‘যেনতেন মার্কার’ নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। কেউ যদি মনে করে দলের মনোনয়ন পেলেই এমপি হয়ে যাবেন, তা ভুল ধারণা। স্বৈরাচারী কায়দায় ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। এবারের নির্বাচনে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। জনতার প্রত্যক্ষ ও সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আসতে হবে।”
ড. ইকবাল বলেন, “এবার বাংলাদেশের মানুষ ঠিক করবে—কোন মার্কায় ভোট দিলে দুর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হবে, বেকারত্ব দূর হবে এবং সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার বন্ধ হবে। সেই মার্কার নাম হচ্ছে ‘দাঁড়িপাল্লা’। সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আষাঢ়িয়ার চর, ছয়হিস্যা, নাগেরগাঁও ও মৃধাকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগ শেষে আছর, মাগরিব ও এশার নামাজের পর মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট ও দোয়া চান তিনি।
তিনি আরও বলেন, “আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই—যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন ও শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
ড. ইকবাল যোগ করেন, “নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য।”
তিনি আরও বলেন, “আমাদের কোনো আবেদন ছাড়াই আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন—এ জন্য অনেক শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! আল্লাহকে যেমন ভয় করার তেমনি ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না।’ জীবনের প্রতিটি ক্ষেত্রে—ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম অনুসরণকারীরাই প্রকৃত মুসলমান। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি, তাদের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে গ্রহণ করা ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি শাহ আলম, সোনারগাঁ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

