AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০১:০৭ এএম, ২৪ অক্টোবর, ২০২৫

ফরিদপুরে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফরিদপুরের বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বটতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) কলেজ থেকে বোয়ালমারী ফেরার পথে একদল শিক্ষার্থী বাসে উঠতে গেলে বাসস্টাফরা তাদের ওঠার অনুমতি না দিয়ে অসদাচরণ করেন। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানিয়ে পুরো ভাড়া দাবি করা হয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কন্ডাক্টর ও হেলপার কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন।

এর প্রতিবাদে পরদিন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানান। তারা বলেন, হেনস্তাকারী বাসস্টাফদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া বাস্তবায়নের দাবি জানান।

পরে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের আশ্বাসে শিক্ষার্থীরা রবিবার (২৬ অক্টোবর) পর্যন্ত অবরোধ স্থগিত করেন। তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পুনরায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অবরোধ শেষে বোয়ালমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!