"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্য নিয়ে জুড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে এবং নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন শান্ত ও সদস্য সচিব নুরুল ইসলাম নাহিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জবা রানী চাষা এবং বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য এমদাদুল হক, সাইফুল ইসলাম শাহি, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন কুমার দাশ, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম এস আলী, জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল মিয়া, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিঠু লাল দাশ সহ জুড়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
একুশে সংবাদ/এ.জে