AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিনি স্টেডিয়াম নির্মাণে গড়িমসি চলবে না, কালাইয়ে চার দফা দাবিতে ছাত্রদের স্মারকলিপি


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৪:২০ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

মিনি স্টেডিয়াম নির্মাণে গড়িমসি চলবে না, কালাইয়ে চার দফা দাবিতে ছাত্রদের স্মারকলিপি

জয়পুরহাটের কালাই উপজেলায় বহু আগেই অধিগ্রহণকৃত সরকারি জমিতে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ বিলম্ব ও জমির অননুমোদিত ব্যবহারের প্রতিবাদ জানিয়ে জেলা নাগরিক ছাত্র ঐক্য মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও যুগ্ম সচিব আফরোজা আক্তার চৌধুরী এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

ছাত্র নেতারা জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা অভিযোগ করেন, সরকারি এই জমিতে কৃষিকাজসহ নানা অননুমোদিত কার্যক্রম চলমান, যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। মিনি স্টেডিয়ামের মতো একটি অবকাঠামো শুধুমাত্র খেলাধুলার প্রসারে নয়, সামাজিক সচেতনতা ও যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়:

১.প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে হবে।

২.প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি থাকতে হবে।

৩.বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৪.সরকারি জমির অননুমোদিত ব্যবহার রোধ করা এবং প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ও যুগ্ম সচিব আফরোজা আক্তার চৌধুরী বলেন, “আপনাদের দাবি সময়োপযোগী ও যৌক্তিক। মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরকারি জমির সুরক্ষায় প্রশাসন সতর্ক রয়েছে। অননুমোদিত ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে। আশা করি, সকলের সহযোগিতায় অচিরেই কালাইয়ে একটি সুন্দর স্টেডিয়াম গড়ে তোলা সম্ভব হবে।”

স্মারকলিপি প্রদানের সময় জেলা নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক ছাব্বির হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন রহমান ও ফিরোজ, এবং সদস্য সচিব বায়েজিদ বোস্তামী উপস্থিত ছিলেন। এছাড়া আরও অনেকে ছাত্রনেতা ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!