AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত



রায়গঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ নতুন বাজার মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন— জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভি.পি. আয়নুল হক, সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ এবং আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় এবং উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাহেবগঞ্জ এলাকায় স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরাও সংহতি প্রকাশ করেন এবং প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ কামনা করেন।

পরে মানববন্ধনকারীদের দাবির বিষয়ে অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবির সরেজমিনে ঘটনাস্থলে আসেন। তিনি জানান, “মানবিক বিবেচনায় ও জনস্বার্থে এই দাবিটি গুরুত্বসহকারে দেখা হবে। সড়ক বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!