ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেল্পার নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার বৈলর এলাকার বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে।
নিহতরা আনুমানিক বয়সে ২২ ও ২০ বছর এবং তারা যথাক্রমে ট্রাকের চালক ও সহকারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক ওই স্থানে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় সামনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার সহকারীকে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। নিহতদের নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/এ.জে