নেত্রকোনার কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সদর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ছয়টি ফার্মেসী পরিদর্শন করা হয়।
পরিদর্শনের সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসীকে মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন করার পাশাপাশি বাজারে মূল্য তালিকা প্রদর্শন, হোটেল ও মিষ্টির দোকানের পরিচ্ছন্নতা এবং মিষ্টির প্যাকেটের ওজন মনিটরিং করা হয়।
অভিযানে কেন্দুয়া থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক আরিফুল ইসলাম জানান, “এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায়।”
একুশে সংবাদ/এ.জে