পটুয়াখালীর বাউফলে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে নবজাতক, শিশু ও প্রবীণদের সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, ডা. নুরজাহান এবং বাউফল উপজেলা জামায়াতে আমীর মাওলানা ইসাহাক মিয়া।
সভায় উপস্থিতরা উদ্বুদ্ধ হন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা ও স্থানীয় উদ্যোগকে আরও জোরদার করার জন্য।
একুশে সংবাদ/এ.জে