নেত্রকোনার কেন্দুয়ায় এক কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে তিনটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে, যার মধ্যে একটি গরু মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকেরা অনুমান করছেন। ঘটনা ঘটে সোমবার (২০ অক্টোবর) রাতের দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের রবিউলের বাড়িতে।
পরিবারের তথ্য অনুযায়ী, গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয় মশা তাড়ানোর জন্য রাতে দেওয়া আগুন থেকে। এতে ৭০ হাজার টাকার একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং দুইটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয় যার আনুমানিক মূল্য দুই লাখ টাকার মতো। এছাড়া গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়েছে।
কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সূত্রে জানা গেছে, তাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাতে গরু ও গোয়ালঘরের উল্লেখযোগ্য ক্ষতি হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “উপজেলার বেজগাঁও গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনা লোকমুখে শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে