ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পিতা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর দাসপাড়ার মোস্তাফিজুর রহমান লিটুর ছেলে আকাশ হোসেন (২৪) সোমবার সন্ধ্যায় একই এলাকার এক কিশোরীকে গলায় ছুরি ধরে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ঘটনার পর কিশোরীর পিতা বাদী হয়ে অভিযুক্ত আকাশ হোসেনের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় ধর্ষণ মামলা (নম্বর ০৬, তারিখ: ২১-১০-২৫) দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তদন্তের দায়িত্বে আছেন থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে