চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কুলতলা মসজিদের সামনে পাঁকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তার স্বামীও গত দুই মাস আগে মারা গিয়েছিলেন। এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সামেনা খাতুনসহ তিনজন মহিলা সকাল ১১টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি ছোট বাচ্চা হঠাৎ ভ্যানের সামনে চলে আসে। ভ্যানচালক বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।
সামেনা খাতুনের মাথা রাস্তায় পড়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূ সামেনা খাতুনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে