AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম



মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. সাব্বির হোসেনকে সভাপতি ও শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন তানভিরুল ইসলাম সৌরভ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শাওন, নাইম মৃধা, শরিফুল ইসলাম, মেহরাব হোসেন অভি, তানভির হাসান সোহান ও ইউসুফ পারভেজ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রুহুল আমিন জমাদ্দার মুন্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন শামীম হোসেন সাগরসহ আরও ৯ জন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ইমানুল হাওলাদারসহ আরও ৬ জন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শিপন ব্যাপারী, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম অনিক, প্রচার সম্পাদক মো. রানা ফকির, দপ্তর সম্পাদক সাগর হাওলাদার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আফরিন সান্না।

সদস্য হিসেবে রয়েছেন মোস্তফা শেখ, সুজন মোল্লা, শাহরিয়ার সম্রাটসহ আরও ৬ জন।

এর আগে ২০২১ সালের ৪ জানুয়ারি মোংলা সরকারি কলেজ ছাত্রদলের ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যেখানে আহ্বায়ক ছিলেন মো. আসলাম হোসেন চয়ন এবং সদস্য সচিব ছিলেন মো. সজীব মিয়া শান্ত।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!