নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জনতা ব্যাংক পিএলসি’র একটি নতুন উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের কোর্ট রোডে নাসিমা ম্যানসনে অবস্থিত শাখাটির ভার্চুয়াল উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক ফারজানা খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলম এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন— কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল), জনতা ব্যাংক নেত্রকোণা জেলা শাখার উপপরিচালক সাখাওয়াত হোসেন সিদ্দিকী, জামায়াতে ইসলামী নেত্রকোণা-৩ আসনের মনোনীত প্রার্থী খাইরুল কবীর নিয়োগী, কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঞা প্রমুখ।
এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই উপশাখা উদ্বোধনের মাধ্যমে কেন্দুয়া ও আশপাশের এলাকার জনগণ আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। জনতা ব্যাংক জনগণের আস্থার প্রতীক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
একুশে সংবাদ/এ.জে