জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদুল হুদা, একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান ফকির ও শিউলি আক্তার প্রমুখ।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি বিশ্বাস করে—রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যে উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিনের বাংলাদেশে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক এম. ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি ওলিয়ার রহমান মুন্সী, রুস্তম মোল্যা, যুগ্ম সম্পাদক লিটু শিকদার ও মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আছাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী ও শিপন মোল্যা, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে