রাজবাড়ী সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কে.এম. আজাদুর রহমানকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় শহীদ আব্দুল গণি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "রাজবাড়ী সরকারি কলেজের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সহকর্মী শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। অভিযুক্ত সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হোক।"
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রভাষক কে.এম. আজাদুর রহমানের চাচাতো ভাই জিয়া খন্দকার, আলমগীর খন্দকার, আব্দুল আজিজ খন্দকারসহ কালাম মিজি, সিহাব পাটারী, হাবিবুর রহমান, শাহেদ গাজী, মো. রাজিব প্রমুখ।
বক্তারা আরও অভিযোগ করেন, "এর আগেও একই ব্যক্তি কর্মস্থলে তাপস দত্ত, মাহাবুর রহমান ও জাহাঙ্গীর আলম নামে তিনজন শিক্ষককে মারধর করেছিলেন। তবুও তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।"
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিকেল ৪টার দিকে রাজবাড়ী সরকারি কলেজের একাডেমিক ভবনের নিচতলায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কে.এম. আজাদুর রহমানকে কলার ধরে টেনে নিচে নামিয়ে কিল-ঘুষি মারেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মারধরের দৃশ্য স্পষ্ট দেখা যায়।
একুশে সংবাদ/এ.জে