বাংলাদেশের উন্নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই সম্ভব বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
রবিবার (১৯ অক্টোবর ) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “দুই যুগেরও বেশি সময় ধরে মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করেছি। মোরেলগঞ্জের বিএনপি যখন ঘরছাড়া, সন্তানহারা, মামলা-হামলায় জর্জরিত ছিল—তখন থেকেই আমি তাদের পাশে ছিলাম। আমি আমৃত্যু এ অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপি আমাকে বাগেরহাট-৪ আসনে দুইবার মনোনয়ন দিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার। আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে শিপন বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রাণ। তৃণমূল নেতাদের সঙ্গে আজকের এ কর্মীসভা প্রমাণ করছে—মোরেলগঞ্জে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ।”
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে প্রচারণা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
সভা শেষে মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়ন থেকে আগত তৃণমূল নেতাকর্মীদের জন্য কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এ.জে