মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার ৭১ সড়কে শিবচর উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকী বলেন,
“শিবচরের জনগণের ভালোবাসায় আমি অভিভূত। আজকের গণসংযোগে মানুষের উপস্থিতি প্রমাণ করে—শিবচরের মানুষ পরিবর্তন চায়। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান আছে। আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা সে মূল্যায়ন করবেন।”
এসময় উপস্থিত ছিলেন—শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মঈন বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবীব দেওয়ান, মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হাসান মিলন, শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক ও সরকারি বরহামগঞ্জ কলেজের ছাত্রদল নেতা হিমেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে