AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত আনসার বাহিনী — জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৮ পিএম, ১৮ অক্টোবর, ২০২৫

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত আনসার বাহিনী — জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের প্রতি বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ-২০২৫) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা আভি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।

জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি বলেন,“নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি বাহিনীর অবদান অনস্বীকার্য। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সবাইকে স্পষ্ট ধারণা নিতে হবে। আশা করি, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে।”

তিনি আরও বলেন,“রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উপজেলা আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের দায়িত্বপরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর সংস্কারমূলক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রাখতে এ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।”

নাহিদ হাসান জনি বলেন,“আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরও দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ ও চৌকস প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

উল্লেখ্য, উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ-২০২৫) কার্যক্রম বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে পিরোজপুর ব্যতীত বাকি ৫ জেলায় একযোগে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ আনসার সদস্যদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!