পটুয়াখালীর বাউফল পৌরসভার প্রাণকেন্দ্র পাবলিক মাঠে একটি মহলের মাসব্যাপী মেলার প্রস্তুতি ও কার্যক্রম শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ও মুসল্লিরা।
এ ঘটনায় মেলার অনুমোদন না দেওয়ার অনুরোধ জানিয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, বাউফল পাবলিক মাঠের চারপাশ ঘনবসতিপূর্ণ এলাকা। মাঠসংলগ্ন রয়েছে থানা জামে মসজিদ, চরমোনাই জামে মসজিদ, হাছন দালালবাড়ি জামে মসজিদ ও বাংলা বাজার জামে মসজিদসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হাফেজিয়া মাদরাসা, কিন্ডারগার্টেন ও ক্লিনিক।
এ ছাড়া আগামী ২০ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি ও দশম/সমমানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে মাঠে মেলা আয়োজন করা হলে শব্দদূষণ, পরিবেশদূষণ, সামাজিক অবক্ষয়, মুসল্লিদের নামাজ আদায়ে বিঘ্ন এবং আশপাশে বসবাসরত পরিবারের দৈনন্দিন কার্যক্রম ও কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয় যুবক আতিকুর রহমান বলেন, “পাবলিক মাঠে প্রতিদিন ছোট ছোট ছেলেরা বিকেলে খেলাধুলা করে, বিনোদন পায়। মাসব্যাপী মেলা হলে তাদের খেলাধুলা ও লেখাপড়ার ক্ষতি হবে। বিনোদনের জায়গার অভাবে শিক্ষার্থীরা মোবাইল গেমস বা মাদকাসক্তিতে জড়িয়ে পড়তে পারে, এতে সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। তাই জনস্বার্থে মেলা বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
বাউফল পৌর শাখার ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মূছা বলেন, “এ ধরনের মেলায় সামাজিক ও নৈতিক অবক্ষয় ঘটে। ধর্মপ্রাণ মুসলমানরা কখনো এমন আয়োজন সমর্থন করতে পারে না। তাছাড়া এত ঘনবসতিপূর্ণ এলাকায় মেলা আয়োজন করা হলে পার্শ্ববর্তী পরিবারগুলো ভোগান্তিতে পড়বে। আমরা জেলা ইমাম কমিটিকে বিষয়টি জানিয়ে মেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে