AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৬:৩৭ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকায় জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছেন স্থানীয় জুলাই যোদ্ধারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং হামলার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা ‘জুলাই সনদ’ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জানান, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বক্তারা আরও বলেন, “আমরা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়—একটি ইতিহাসের ওপর আঘাত।” তারা এই বর্বরতার কঠোর বিচার দাবি করেন।

কর্মসূচিতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন। পরে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে প্রতিবাদ জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!