কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নূর সাহিদা, শফিউল্লাহ (১৮), নূর নবী (১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), এবং কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ (৪৮)।
জানা গেছে, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় বসবাস করতেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনও কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে অবস্থান করছেন।
শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সোনাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে